বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব   রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত   ষোলো বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না: কুয়েটে সংঘর্ষের পর ছাত্রদলকে হাসনাত   কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চট্টগ্রামের জয়রথ থামিয়ে রংপুরের আটে আট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৮:১১ AM আপডেট: ১৮.০১.২০২৫ ৮:১২ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান একাদশ আসরে যেন মাটিতে পা রাখতে রাজি নয় রংপুর রাইডার্স। টানা জয়ে নুরুল হাসান সোহানের দলটি নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে। আজকের (শুক্রবার) ম্যাচের আগে টানা চার ম্যাচে চিটাগাং কিংসও জয়রথেই ছিল। তাতে বাগড়া বসিয়ে ৩৩ রানে জিতেছে রংপুর। যা চলতি আসরে তাদের খেলা আট ম্যাচে শতভাগ জয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করে রংপুর রাইডার্স। তাদের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেছেন খুশদিল শাহ। লক্ষ্য তাড়ায় আকিফ জাবেদদের বোলিংয়ের সামনে চিটাগাং কিংস টিকতে পারেনি। পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে তারা তুলতে পারে ১৩১ রান। ৩৩ রানের ব্যবধানে নিজেদের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় হার দেখল বন্দরনগরীর দলটি। 

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। টুর্নামেন্টের অপরাজেয় দলটি ৯ রানেই ওপেনার তাওফিক খানকে (৫) হারায়। শুরুর ধাক্কা সাইফ হাসান ও স্টিভেন টেলর মিলে সামলানোর চেষ্টা চালান। তবে সাইফ ১৭ রানেই আউট হতে দুজনের ৫২ রানের জুটি ভাঙে। এরপর টেলর (৩৯) এবং ইফতিখার আহমেদও (৩) আউট হয়েছেন অল্প সময়ের ব্যবধানে। অধিনায়ক সোহানও ৯ রান করে আউট হয়ে গেলে রংপুর বড় লক্ষ্যের পথে হুমকিতে পড়ে।

তবে একপ্রান্ত আগলে রাখা খুশদিল সেই শঙ্কা কাটিয়েছেন। ২৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৫৯ রান করেন তিনি। সেই ইনিংসই মূলত রংপুরের জয়ের জন্য লড়াকু পুঁজি গড়ে দেয়। শেষদিকে শেখ মেহেদী ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। বিপরীতে চিটাগাংয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম ও ওয়াসিম জুনিয়র।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম বলেই আউট হয়ে যান চট্টগ্রামের ওপেনার উসমান খান। তবে পারভেজ ইমন ও গ্রাহম ক্লার্ক ৪৫ রানের জুটিতে ঝড়ের আভাস দিয়েছিলেন। ইমন ১৪ বলে ২টি করে চার-ছক্কায় ২৬, ক্লার্ক ২০ বলে ২৩ এবং মোহাম্মদ মিঠুন ২ রানে ফিরলে আবারও চাপে পড়ে বন্দরনগরীর দলটি। এরপর ৫৩ রানের জুটি গড়েন শামীম পাটোয়ারি ও নাইম ইসলাম। তবে ধীরগতির ইনিংসে নাইম ক্রমাগত চাপ বাড়িয়েছেন। তিনি আউট হয়েছেন ২৪ বলে ১৯ রান করে। ৩১ রানে ৩৮ রান করা শামীমের বিদায়ে চট্টগ্রামের আশা প্রায় শেষ হয়ে যায়।

টেলএন্ডারেও আর কেউই তাদের পথ দেখাতে পারেনি। ফলে ১৩১ রানে নির্ধারিত ওভার শেষ করে চট্টগ্রাম। রংপুরের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন আকিফ জাবেদ। খুশদিল নেন ২ উইকেট।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com