সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হবে   বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে সমবেদনা জানাতে ইউনূসকে গুতেরেসের ফোন   ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ   ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা    মোংলায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ   টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   শাহাদতবার্ষিকীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা নিবেদন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাই, দুই সমন্বয়কের বিরুদ্ধে মামলা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:২১ AM

জামালপুরের মাদারগঞ্জে মাছ ব্যবসায়ীর ওপর হামলা করে মারধর ও ছয় লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে। 

বৃহস্পতিবারের (১৬ জানুয়ারি) এই ঘটনায় দুই ছাত্র সমন্বয়কসহ চার জনের বিরুদ্ধে শুক্রবার থানায় মামলা করেছেন ওই মাছ ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মৎস্য আড়তে মাছের ব্যবসা করেন উপজেলার বালিজুড়ী এলাকার ইউসুফ আলীর ছেলে জান্নাতুল ফেরদৌস (২৯)। প্রতিদিনের মতো বৃহস্পতিবার মাছের আড়তের হিসাব নিকাশ শেষ করে নগদ টাকা নিয়ে দুপুরের পর বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে এক ফাঁকা জায়গায় পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা উপজেলার বাকুরচর গ্রামের হাইদর আলীর ছেলে আনন্দ (২৭), নজরুল ইসলামের ছেলে বিজয় (২৬), ভান্ডারীর ছেলে মনির (২২) ও একই এলাকার রুমন মিয়াসহ (২৫) আরও ৭ থেকে ৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌসকে গুরুতর আহত করে।

এ সময় তার শপিং ব্যাগে থাকা ৪ লাখ ২০ হাজার ও প্যান্টের পকেটে রাখা ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় শুক্রবার দুপুরে ওই চার জনের নামে ও অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন হামলাকারীর বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস।

ওই ব্যবসায়ীর অভিযোগ, বিজয় ও রুমন ছাত্র সমন্বয়কারী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে। তাদের নেতৃত্বেই আমার ওপর হামলা করে টাকা ছিনতাই করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ জানান, বিজয় ও রুমন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের অনেক অবদান রয়েছে। প্রতিপক্ষরা ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রকাশ করছি।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন জানান, এই ঘটনায় জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে থানায় মামলা করেছেন। শুনেছি দুই আসামি ছাত্র সমন্বয়ক, তবে তারা সমন্বয়ক কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com