
অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি আরবের যৌথ নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৯,৪১৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ হাজারেরও বেশি প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।
গত শনিবার এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে ২৩, ৯৯১ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে থেকে ইতোমধ্যে ১০,৩১৯ জনকে ফেরত পাঠানো হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১,৭৮৭ জনের বিরুদ্ধে বৈধ নথি ছাড়া বসবাস, ৪,৩৮০ জনের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘন এবং ৩,২৫১ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ রয়েছে ১,২২১ জনের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৬% ইথিওপিয়ার, ৪২% ইয়েমেনের এবং বাকি ২% অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, চাকরি ও যাতায়াত পরিষেবা প্রদানের জন্য ১৯ জনকে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশ ত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ১৩৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী।
অবৈধ প্রবাসীদের আইনের আওতায় আনতে গত কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে সৌদি পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি অভিযানের পর দেশটিতে গ্রেপ্তারকৃত অবৈধ প্রবাসীর সংখ্যা পৌঁছেছে ৩৩,৫৭৬ জনে। তাদের মধ্যে ৩০,২৬১ জন পুরুষ এবং নারীর সংখ্যা ৩,৩১৫ জন।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবেশ, আশ্রয় প্রদান বা সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে।
এছাড়া মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য এলাকায় ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল দিয়ে আইন লঙ্ঘনের তথ্য জানানোর জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।