রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান   হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি   ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন   হামলাকারীর শেঁকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে: অ্যার্টনি জেনারেল   সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
প্রধান উপদেষ্টাকে জাবি উপাচার্য
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ১ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৮:২৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সোমবার (১৩ জানুয়ারি) সাক্ষাতের সময় তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের জীবনযাত্রার ক্ষেত্রে গৃহীত অগ্রগতি এবং নতুন উদ্যোগগুলোর বিবরণ তুলে ধরেন।

উপাচার্য কামরুল আহসান জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘ প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। তিনি জানান, ১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইতোমধ্যে, ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চাওয়া হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র ৯ বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং প্রায় ৩৩ বছর ধরে এটি নিষ্ক্রিয় ছিল। সর্বশেষ ১৯৯২ সালে নির্বাচিত হয়েছিল। তিনি আরও জানান, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের বাজেট ও গবেষণার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে এবং প্রথম বর্ষের ভর্তি ফর্ম ফি কমানো হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই মাসের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন। তিনি জাকসু নির্বাচনের বিষয়ে বলেন, যদি বিশ্ববিদ্যালয় চায়, তবে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে পারে। নির্বাচনটি নিজেদের নেতৃত্বে আয়োজন করুন।

এ সময়, অধ্যাপক কামরুল আহসান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই মাসে শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি জানান, হামলায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
আরও পড়ুন: অপরাধ দমনে পুলিশকে সর্বোচ্চ দিয়ে কাজ করার নির্দেশ আইজিপির

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রবসহ অন্যান্য সিনিয়র শিক্ষক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com