প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৩:৩৯ পিএম
‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এই স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে প্রথমদিনের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রেজোয়ান রনি।
অনুষ্ঠান পরিচালনা করেন, আইসিটি অফিসার মইনুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, পিআইও মশিউর রহমান জোয়ারদার, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।