প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ বাখেরআলী সীমান্তের ভারতীয় অংশে এক ব্যক্তির মরদেহ পাওয়ার কথা স্বীকার করেছে বিএসএফ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে এ কথা স্বীকার করেন তারা।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান।
গত বুধবার সন্ধ্যায় বাখেরআলী গ্রামে ইব্রাহিম আলী বিজিবি ক্যাম্পে গিয়ে জানান, তার ছেলে তসিকুল ইসলাম ভারতে গিয়ে নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জোহরপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি অধিনায়ক বলেন, পতাকা বৈঠকে বিএসএফ ভারতের ভাগিরথী নদীতে মরদেহ পাওয়ার কথা স্বীকার করেছে। সেটি থানা পুলিশের হেফাজতে মর্গে রাখা রয়েছে। ওই মরদেহটি বাংলাদেশি যুবকের দাবি করে ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে বিএসএফকে। বি এস এফ বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে।
বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া মরদেহটি যদি বাংলাদেশি যুবকের হয়, সেটা যথাযথ নিয়ম মেনে প্রক্রিয়া অনুসারে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে বিএসএফ।
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কয়েকজন সহযোগির সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যান তসিকুল ইসলাম। তার পর থেকে মুলত তসিকুল নিঁখোজ রয়েছে। তরিকুলের পিতার দাবি পরে ভাগিরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ।