প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৪:৫১ পিএম
রাজধানীর গুলিস্থান থেকে প্রায় ৬০ লাখ টাকার ৬০০ গ্রাম আইসসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মনিরুল ইসলাম ভোলার বোরহানউদ্দিনের রামকেশব গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
বর্তমাতে তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টারের বাওয়ানী জুট মিলস মসজিদের ইমাম।
জানা যায়, কক্সবাজারের টেকনাফ থেকে আইসের একটি চালান ঢাকায় যাচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে লালবাগ সার্কেলের পরিদর্শকের নেতৃত্বে একটি টিম গুলিস্থানের মল্লিক ম্যানশনস্থ নিউ রাজধানী হোটেল এন্ড রেস্টুরেস্টের সামনে অভিযান পরিচালনা করে আইসসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, পাশের দেশ মিয়ানমার থেকে আইসের চালান সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের জেলায় সরবরাহ করার পরিকল্পনা করছিল।
জিজ্ঞাসাবাদে তিনি আরো জানান, ইতোপূর্বে একাধিক ইয়াবা ও আইসের চালান সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করতো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ উপলক্ষে ডিএনসি প্রধান কার্যালয়ে ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের আয়োজনে প্রেসব্রিফিং করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) তানভীর মমতাজ, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ বদরুদ্দীন, অতিরিক্ত পরিচালক (ঢাকা) এ কে এম শওকাত ইসলামসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা।