বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: রাশেদ খানকে মুখে লাগাম দেয়ার হুশিয়ারি বিএনপি নেতার, বক্তব্য ভাইরাল   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক দৃষ্টান্ত   মা-মেয়েকে হত্যা করা সেই গৃহকর্মীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস   কালিগঞ্জে চোর-ডাকাত ও মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের দাবি স্থানীয়দের   টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়   বিএনপির শুধু ‘ডিটেইল প্ল্যানিং’ আছে, অন্য দলের নয়: তারেক রহমান   রিয়াদ-দোহাকে সংযুক্ত করতে উচ্চগতির রেল চালু করছে সৌদি-কাতার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রাশেদ খানকে মুখে লাগাম দেয়ার হুশিয়ারি বিএনপি নেতার, বক্তব্য ভাইরাল
মো: খাইরুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮:৫২ AM










গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মুখে লাগাম দিয়ে কথা বলার হুশিয়ারি দিয়েছেন বিএনপির এক নেতা। ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি এনামুল কবির মুকুল রাশেদ খানের উদ্দেশ্যে বলেন, ঝিনাইদহে এই লোকের আগে কোনোদিন দেখা যায়নি। এখন সে বড় বড় কথা বলছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির যেসব নেতা লড়াই সংগ্রাম করেছে, রাশেদ খান তাদের কে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের হামদহ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে বিএনপির ওই নেতা এসব কথা বলেন।

ভিডিও বক্তব্যে তিনি রাশেদ খান কে ভুঁইফোড় ও নব্য ফ্যাসিবাদ উল্লেখ করে বলেন, আপনি রাজনীতি করবেন, ভালো কথা। কিন্তু আমরা লক্ষ্য করছি, আপনি বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের নিয়ে বাজে ভাষায় কথা বলে বেড়াচ্ছেন। এভাবে হিংসাত্মক আচরণ ও হেডমগিরি দেখালে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবে না।

বিএনপি নেতা এনামুল কবির মুকুল বলেন, শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতারা যেই ভাষায় কথা বলতো, এই রাশেদ খান এখন সেই ভাষায় কথা বলছে। ৫শ' নেতাকর্মী নেই তার, কিন্তু হুঙ্কার বাঘের মতো। ভুঁইফোড় নেতা হয়ে রাশেদ খান ঝিনাইদহের বিএনপি নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বেড়াচ্ছে। আমি তাকে অনুরোধ করব, আপনি এসব ছাড়ুন।

এর আগে সন্ধ্যায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহ সভাপতি এনামুল কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সহ সভাপতি নয়ন হাওলাদার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com