শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
একাদশ আসর
বিপিএলে টানা পঞ্চম জয় রংপুরের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৬:৫৮ পিএম

আজকের প্রথম ম্যাচটি ছিল টেবিল টপার এবং সবার শেষ দলের। সাধারণত শীর্ষ দলের সাথে সবচেয়ে নিচের দলের খেলা হলে যা হয় তাই হয়েছে আজকের ম্যাচে। 

টেবিল টপার রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। এতে টানা পঞ্চম জয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করল নুরুল হাসান সোহানের দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-২৫-এর ১১তম ম্যাচে রংপুর রাইডার্স এক সহজ জয়ে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে পরাজিত করেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে রংপুর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস মাত্র ১৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়। ঢাকার পক্ষে তানজিদ হাসান তানজিদ হাসান ২০ রান করে সর্বোচ্চ স্কোর করেন। এছাড়া জেসন রয় ১৮ এবং আলাউদ্দিন বাবু ১৬ রান যোগ করেন। 

রংপুরের বোলারদের মধ্যে নাহিদ রানা দুর্দান্ত পারফরম্যান্স করেন, ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। আকিফ জাভেদ নেন ২টি উইকেট এবং বাকি উইকেটগুলো তুলে নেন শেখ মাহেদী হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও কামরুল ইসলাম।

মাত্র ১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে রংপুর রাইডার্স ১৩.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে। দলের পক্ষে আলেক্স হেলস ২৭ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। খুশদিল শাহ ১৩ বলে ২৭ রান করে ম্যাচ শেষ করেন। ঢাকার বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু এবং মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট পান।

এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স বিপিএল পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করলো। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালস এখনও আসরে নিজেদের প্রথম জয়ের খোঁজ করছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com