ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের বিটেক গ্রাজুয়েশন সনদ আজ রোববার (৫ জানুয়ারি) বিতরণ করা হয়েছে।
২০০৯ সাল থেকে গৌরবময় যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে এভিয়েশন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটি এবং সায়েন্সের উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত।
এবারের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিয়ারসন বিটেক লেভেল-৫ সনদ প্রদান করা হয়েছে, যা ইউকের ব্যাচেলর প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষ সমাপ্তির স্বীকৃতি। ফাইনাল ইয়ার সম্পন্ন হবে যুক্তরাজ্যে। তাছাড়া পিয়ারসন বিটেক লেভেল-৩ ব্যাচের শিক্ষার্থীরাও সনদ গ্রহণ করেছে যা এ-লেভেল/এইচ এস সি সমমান।
বিটেক গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
এছাড়া হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন মোঃ মুকিত-উল-আলম মিঞা, বিইউপি, পিএসসি, জিডি(পি); আবদুল্লাহ আল মামুন, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, বাংলাদেশ ও নেপাল, পিয়ারসন এডেক্সেল এবং কাজী ওয়াহিদুল আলম, সম্পাদক, দি বাংলাদেশ মনিটর।
অনুষ্ঠানে এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিভিল এভিয়েশন অথোরিটির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বসুন্ধরা এয়ারওয়েজ লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, এভিয়েশন বিশেষজ্ঞ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ক্ষেত্রে বিশেষজ্ঞ, এআই ও রোবটিক্স উদ্যোক্তা, স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনার, গবেষণা ও উদ্ভাবন বিশেষজ্ঞ, বিদেশি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধিসহ অনেক সম্মানিত অতিথি অনুষ্ঠানে যোগ দেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় সদ্য সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান। তিনি বলেন, এভিয়েশন সেক্টর একটি বিস্তৃত ও সম্ভাবনাময় ক্ষেত্র। বৈশ্বিক এভিয়েশন শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে, যা বিশ্বজুড়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি করছে। আমাদের শিক্ষার্থীরা বুদ্ধিমত্তা এবং সম্ভাবনায় ভরপুর। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। শিক্ষার্থীদের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।