প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৭:০১ পিএম

নেত্রকোণা ২ (সদর- বারহাট্টা) সংসদীয় আসন ১৫৮ থেকে নৌকার মাঝি হতে চান জেলার অন্যতম পরীক্ষিত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা।
ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে।
বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত। এছাড়া দলের দুঃসময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন ১৯৭৯ থেকে ১৯৮৬ পর্যন্ত।
জেলা আওয়ামী লীগকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে সমধিক গ্রহণযোগ্য ব্যাক্তি হিসাবে বিভিন্ন দপ্তরের রিপোর্টে তার নাম এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
এদিকে, নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে যেকোনো দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা। এলাকায় তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা ২ আসনে তাকে নৌকার মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে মনে করেন ওই আসনের সাধারণ ভোটাররা।