বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৬ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
জামালপুরে যমুনা এক্সপ্রেসের ৩ বগিতে আগুন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১০:১৪ AM

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাত ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। 

রোববার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ওই তিনটি বগি নিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ী রেলস্টেশন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ী স্টেশনে যথাসময় এসে থেমেছিল । স্টেশন থেকে তারাকান্দির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনের শেষের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে দুটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটি বগির আংশিক পুড়েছে। রোববার সকাল ৭টায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে আগুনে পোড়া তিন বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে গেছে।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বলেন, লাইন ক্লিয়ার দেওয়ার পরে ট্রেনটি তারাকান্দির দিকে যাওয়ার সময় মানুষের চিৎকার শুনতে পাই। পরে দেখি ট্রেনের শেষের বগিতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। দুটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটির আংশিক পুড়েছে। সকাল ৭টায় আগুনে পোড়া তিন বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার রুহুল আমীন বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটি বগির আংশিক পুড়েছে। খবর পেয়ে দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ট্রেনে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা জানা যায়নি। সরিষাবাড়ী থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আমরা তদন্ত করছি তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com