চাঁপাইনবাবগঞ্জে তফসিলকে স্বাগত জানিয়ে আ. লীগের আনন্দ মিছিল
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৯:৪৪ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের অংশ গ্রহনে আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু মঞ্চের পাশে গোল চত্বরে পথসভা করে।
এসময় বক্তব্য দেন, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম শাহনেওয়াজ অপু, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনকসহ অনান্যরা।
এদিকে শান্তিমোড় থেকে জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানীর নেতৃত্বে তফসিল ঘোষনা হওয়ায় আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিশ্বরোড মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
এসময় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, আওয়ামীলীগ নেতা হাজী সামসুদ্দীন বাবলু, আবু সুফিয়ানসহ অনান্যরা।