প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৯:৫৪ পিএম

নরসিংদীর রায়পুরায় ২০ বোতল বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সুনামগঞ্জের দোয়ারবাজার থানার চাটুপাড়া হোসিয়ার আলীর ছেলে শাকিব (২৩) ও নরসিংদীর শিবপুর থানার নোয়াদিয়া এলাকার আলমগীর মৃধার ছেলে রাজিব (২৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রায়পুরা থানায় মামলা রুজু করা হয়েছে। পরে দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার ও মামলার বিষয়টি সাংবাদিকদের সাথে সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপ-পরিদর্শক আরিফ রব্বানী। তিনি "ভোরের পাতা'কে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা মাহমুদাবাদ ব্রীজ এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বহন করে আসছে এমন একটি গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ বোতল বিদেশী মদের বোতল জব্দ করা হয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।