মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ, আটক ১৮
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৯:৫৪ পিএম

ঝালকাঠিতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। রবিবার সকালে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনেরর নেতৃত্বে এ মিছিলটি বের হয়। মিছিল শেষ করে যে যার অবস্থানে চলে যায়।

খবর পেয়ে যুবলীগের নেতাকর্মীরা সদস্য সচিবের বাসায় হামলা করে। ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালানো হয়। এসময় জেলা বিএনপি সদস্য সচিবের বাসা থেকে তিনজনকে আটক করে পুলিশ। 

এছাড়াও রাতে পুলিশের বিশেষ অভিযানে ৪উপজেলার আরো ১৫জনকে আটক করেছে পুলিশ। তবে শহরে হরতালের কোন প্রভাব পড়েনি। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস এবং অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে মহাসড়কে বরিশাল র্্যাব-৮ এর একাধিক টিম টহল জোরদার করেছে। জেলা শহরসহ অন্যান্য শহর ও গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশ সতর্কাবস্থায় মোতায়েন রয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও প্রচারের দায়িত্বে এডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, সকালে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেনের নির্দেশনায় সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়। শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে যে যার মতো চলে যায়। 

খবর পেয়ে জেলা যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা মটোর সাইকেল মহড়া দিয়ে মহিলা কলেজের সামনে জেলা বিএনপি সদস্য সচিবের বাসায় হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাংচুর চালায় তারা। এসময় জেলা বিএনপি সদস্য সচিবের বাসা থেকে তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, বিএনপি পন্থি আইনজীবী তুষার, প্রচার সেল কর্মী আরিফ। এছাড়াও জেলার ৪উপজেলা থেকে রাতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করীম জাকির ভাংচুরের বষয়টি অস্বীকার করে জানান, হরতালের নামে নৈরাজ্য, আইনশৃঙ্খলার অবনতি ও অপ্রীতিকর  পরিস্থিতি এড়াতে হরতাল বিরোধী মহড়া দিয়েছি। বিএনপির নিজেদের মধ্যে দলীয় গ্রুপিংয়ের কারণে অপরপক্ষ হামলা ভাংচুর করতে পারে। ভাংচুরের বিষয়ে আমরা কিছুই জানি না।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বিএনপির ৩জনকে সকালে আটক করা হয়েছে। তাদের নামে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com