যারা উন্নয়নের অগ্রযাত্রাকে বাধা সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে: শিল্পমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৯:১৯ পিএম

শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন(এমপি)বলেছেন,বাংলাদেশ আজ বিশ্বের বাসীর কাছে একটি রোল মডেল, প্রধানমন্ত্রী শেখ হাসিানার নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনার জয়গান করছে। তারই ধারাবাহিকতায় নরসিংদী জেলার প্রত্যকটি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তা,কালভাট, ব্রীজ,কৃষি উন্নয়ন,স্ব্যাস্থ্য,সহ সকল বিভাগে রয়েছে উন্নয়ন,আজ একটি মহল উন্নয়নের অগ্রযাত্রাকে যারা নৈরাজ্য সৃষ্টি করে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্টি বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায়। তাদের শক্ত হাতে ধমন করতে হবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চার তলা একাডেমিক ভবন উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী আরো বলেন, আমাদের রাজনীতি ঐক্য ও উন্নয়নের। স্কুল, কলেজ, মাদ্রাসা,রাস্তাঘাট সহ এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারা এ উন্নয়ন চোখে দেখেনা। তাই উন্নয়নের গতিধারা বজায় রাখতে আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা সভাপতিতে,
এসময় আরো বক্তব্য রাখেন, ,উপজেলা চেয়ারম্যান মোঃ শমসের জামান ভূঁইয়া রিটন বেলাব উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিয়োদ্ধা মোঃ মনিরুজ্জামান খাঁন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী,নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মুশিউর রহমান মৃধা,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ শামিম পারভেজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন খান মোমেন খান,জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ,স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাটসহ প্রমূখ।
মন্ত্রী এসময় উপজেলার প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ২৬ টি রাস্তা পাকা করন ও ভিত্তিপ্রস্তুর কাজের উদ্বোধন করেন।