মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ময়মনসিংহ সিটিতে ডেঙ্গু শূন্যের কোঠায়: মেয়র ইকরামুল
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৯:৫৪ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার তথ্যগুলো অধিকাংশ মানুষই জানি কিন্তু অনেকেই মানি না। ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থাকে টেকসই করতে এই তথ্যগুলো শুধু জানলেই চলবে না, সবাইকে তা মেনে বাস্তবায়ন করতে হবে। মসিকের কার্যক্রমে ময়মনসিংহ সিটিতে স্থানীয়ভাবে এডিস মশার কামড়ে ডেঙ্গু হওয়ার পরিমান ছিল প্রায় শূন্যের কোঠায়। এ প্রাপ্তিতে আত্মতৃপ্ত হওয়ার সুযোগ নেই। জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে।

বুধবার বেলা পোনে ১২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ জেলা তথ্য অফিস এর যৌথ উদ্যোগে এবং ইউনিসফের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বিষয়ক পরিচিতি সভায় প্র্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র টিটু।

মেয়র আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা এবং জনসচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে স্কুল ভিত্তিক ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে, যাতে পরবর্তী প্রজন্ম সচেতন হয়ে ওঠে এবং স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতার বার্তা পরিবারের মাঝে ছড়িয়ে যায়। এছাড়া নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে।  নগরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আমরা চাই আমাদের শহর উন্নত দেশের মত পরিচ্ছন্ন হোক। এজন্য আমাদের মানসিকতাকেও উন্নত করতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। তবেই শহর আরও সুন্দর হয়ে উঠবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় জেলা তথ্য অফিসের পরিচালক শেখ মোঃ শাহিদুল ইসলাম, ইউনিসেফ ময়মনসিংহের চিফ ফিল্ড অফিসার মোঃ ওমর ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন, ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইউনিসেফের সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ বিষয়ক কর্মকর্তা মো: আমান উল্লাহ, সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন এনজিও ও স্বে”ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com