হালুয়াঘাটে ভারতীয় মদসহ আটক ১
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:৩৪ পিএম

হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ১৮ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় এর নির্দেশনায় এস আই জাহিদুল হাসান,এএসআই সঞ্জয় চন্দ্র দাস ও এএসআই ঝুটন চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাহাপাড়া এলাকার জয়নাল আবদীন মুন্সির মার্কেটের সামনে থেকে তল্লাশী চালিয়ে ভারতীয় মদসহ নাজমুল হক কে আটক করা হয়। নাজমুল হক ধোবাউড়ার কড়ইপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।