প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭:১০ পিএম

লালমনিরহাটে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ আরডিআরএস বাংলাদেশ 'আই কেয়ার সেন্টারে'র আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আরডিআরএস কার্যালয়ের সামনে থেকে একটি রর্্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আরডিআরএস বাংলাদেশ হলরুমে সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সুদীপ্ত সরকার এর সঞ্চালনায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর (টিবি) বজলুর রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশেরর ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর মাঈনুদ্দিন ভূঁইয়া, আরডিআরএস বাংলাদেশ আই কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার ডাঃ শহিদুল্লাহ কায়সার ও সিনিয়র কো-অর্ডিনেটর (সামাজিক ক্ষমতায়ন) খ ম রাশেদুল আরেফিন, আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের দৃষ্টিহীন শিশু ও শিক্ষকদের অংশগ্রহনে সঙ্গীতানুষ্ঠান, সঙ্গীত পরিবেশন করেন রুবি বিশ্বাস, প্রদীপ কুমার রায়, পুঁজা রানী, রিমি'র দল। উল্লেখ্য, প্রতি বছরের অক্টোবর মাসের ২য় বৃহস্পতিবার দিবস পালিত হয়ে আসছে