প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৭ পিএম

ঢাকার অদূরে অতিগুরুত্বপূর্ণ ছাত্রলীগের ইউনিট হচ্ছে সাভার উপজেলা। এ উপজেলাটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় ছাত্রলীগের নেতাদের নিয়েও আগ্রহের কমতি নেই। এরপর কয়েকদিনের মধ্যেই ঢাকা উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান। এদিকে, ঢাকা উত্তর জেলা ছাত্রলীগের কমিটিতে শীর্ষ পদের জন্য প্রার্থী হয়েছেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান। এরপর থেকেই শুরু হয়েছে তাকে ঘিরে নানা ষড়যন্ত্র।
কর্মীবান্ধব এই সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে বিশাল কর্মী বাহিনী নিয়ে উপস্থিত হয়ে নিজের জোরালো সাংগঠনিক অবস্থান জানান দেয়ার পর তার ব্যক্তিগত সম্পদসহ বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদও পরিবেশন করা হচ্ছে। এ নিয়ে আতিকুর রহমান বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমাদের একমাত্র আশ্রয়ের ঠিকানা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি। আমার বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব অভিযোগ এসেছে, সেগুলোর একটিরও সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি। আমি ব্যবসা করে অর্থ আয় করেছি। আমারও পরিবার আছে। আমি তো অবৈধভাবে কিছু করি নাই। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকলে তো এতদিনে মামলা হতো। এ ধরণের কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া সিলেটে বন্যার সময় ত্রাণ নিয়ে, কৃষকের ধান কেটে দেয়া, বৃক্ষরোপন অভিযান থেকে শুরু করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে অগ্রণী ভূমিকা পালন করেছেন আতিকুর রহমান আতিক।
আতিকুর রহমান আতিকের বিষয়ে সাভারের সংসদ সদস্য ও ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব দুজনেই প্রশংসা করে বলেছেন, আতিক সাংগঠনিক ছেলে। রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে একটি মহল উঠেপরে লেগেছে।