শিশু, প্রতিবন্ধী ও মহিলাদের মাঝে ঐচ্ছিক অনুদানের চেক বিতরন করলেন সংসদ সদস্য শবনম জাহান শিলা
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৩ পিএম

ঢাকা-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য শবনম জাহান শিলার অনুকূলে প্রাপ্ত ঐচ্ছিক অনুদানের অর্থ মহিলা আওয়ামী লীগের নেত্রী-কর্মী, প্রতিবন্ধী, শিশু ও মহিলাদের মাঝে বিতরণ করেন।
বনানী থানার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং ১৯, ২০ ও ২১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলার আমেনা বেগম রানু, কড়াইলের কয়েকজন নেত্রী-কর্মীদের মাঝে তিনি এই ঐচ্ছিক অনুদানের চেক বিতরণ করেন।
এছাড়া ভাষানটেক থানার কয়েকজন প্রতিবন্ধী শিশু, মহিলা এবং অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সফল কাউন্সিলার (৪, ১৫, ১৬নং ওয়ার্ড) এবং ভাষানটেক থানার মহিলা লীগের সভাপতি সাঈদা আক্তার শিলার মাধ্যমে তিনি ঐচ্ছিক অনুদানের চেক বিতরণ করেন। এ সময় তিনি শিশু ও প্রতিবন্ধীদের সাথে বেশ কিছু সময় কাটান।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শবনম জাহান শিলার এই চেক পেয়ে মহিলা নেত্রী-কর্মী, মহিলারা অত্যন্ত খুশি হয়েছেন।
উল্লেখ্য, শবনম জাহান শিলা এর আগে মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন।