প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২৮ পিএম আপডেট: ১০.০৯.২০২৩ ৩:১৭ এএম

ময়মনসিংহের বহুল আলোচিত ও চা ল্যকর যুবলীগ নেতা আসাদ হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি কিলার ইসমাইলকে(৪৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
শুক্রবার বিকেলে কিলার ইসমাঈল হোসেনকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম ব্যাজগাঁও মোল্লাবাড়ী এলাকা হতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
উল্লেখ্য গত ২৯/০৮/২০২৩ ইং তারিখ মুক্তাগাছা থানাধীন পানহাটি নামক এলাকায় স্থানীয় যুবলীগ নেতা আসাদকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে আসাদ।
এ ঘটনায় মুক্তাগাছা থানায় দায়েরকৃত হত্যা মামলাটি জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহম্মেদ ভুঞার নির্দেশে তদন্তভার গ্রহণ করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন জানান আসাদ হত্যা মামলায় এ পর্যন্ত ৬জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।হত্যাকান্ডে জড়িত পলাতক আসামিদেরকেও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
ওসি ফারুক হোসেন জানান এ ছাড়াও একই দিনে পৃথক পৃথক অভিযানে অপহৃত নাবালিকা মেয়েকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার,করা হয়েছে। ০২কেজি গাজাসহ শ্রী নারায়ন চৌহান নামের এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে।