সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভারতকে ২৩১ রানের টার্গেট দিল নেপাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১০ পিএম আপডেট: ০৪.০৯.২০২৩ ৮:২৩ PM

ভারত-নেপাল দুই দলের সমীকরণ সামনে রেখে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের মুখোমুখি প্রথমবার এশিয়া কাপে সুযোগ পাওয়া নেপাল। এমন ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে ৪৮.২ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ নেপাল। ফলে ভারতের টার্গেট দাঁড়ায় ২৩১ রান।

উদ্বোধনী জুটিতে কুশাল ভুরটেলের মারকুটে ব্যাটিংয়ে ১০ ওভার না হতেই ৬৫ রান তোলে তারা। ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৮ করা ভুরটেলকে উইকেটরক্ষকের ক্যাচ বানান শার্দুল ঠাকুর।

তবে আরেক ব্যাটার আসিফ ঠিকই তুলে নিয়েছেন ফিফটি। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ৫৮ রান করে ফিরেছেন। তবে আসিফ ফেরার আগে ফিরেছেন আরও ৩ ব্যাটার। তাই আসা-যাওয়ার মধ্যেই ছিল নেপালের মিডল-অর্ডার। আসিফ যখন ফেরেন, তখন দলীয় রান ১৩২, ৫ উইকেট হারিয়ে।

গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিবের সতীর্থ ছিলেন দিপেন্দ্র সিং আইরি। আইরি ও সোমপাল কামি মিলে গড়লেন আরেক জুটি। আইরির ব্যাট থেকে আসে ৩ টি চারের মার। স্ট্রাইক রোটেড করে দলের রান এগিয়ে নিয়েছেন, যতদূর সম্ভব হয়। সাথে ছিলেন সোমপাল। দুজনের জুটি অর্ধশতক পূরণ করে। কিন্তু থামে সেখানেই। হার্দিক পান্ডিয়ার বলে লেগ বিফোরের শিকার হন আইরি, ফিরে যেতে হয় ২৫ বলে ২৯ রান করে। দলীয় রান তখন ৭ উইকেট হারিয়ে ১৯৪। চলছিল ৪২ ওভারের খেলা।

সোমপাল ছিলেন। নতুন ব্যাটার হিসেবে আসেন স্বন্দীপ লামিচানে। লামিচানেকে সাথে নিয়ে আবারও নতুন জুটি গড়ার চেষ্টা চোখে পড়ে সোমপালের ব্যাটে। ৪৬ তম ওভারের শেষ বলে পান্ডিয়াকে উড়িয়ে মারলেন, বল গিয়ে পড়ল বাউন্ডারির বাইরে, ছক্কা। শর্ট বলে নেপালের খেলোয়াড়দের ভাল চার্জ করতে দেখা যায়। পরের ওভারে মোহাম্মদ সিরাজের শেষ বলেও ছয় হাঁকান সোমপাল। ৪৭ ওভার শেষে তাই দলীয় রান তখন ২২৭। পরের ওভারে মোহাম্মদ শামির বলে দারুণ এক ক্যাচ নেন ইশান কিষান। ফলে ৫৬ বলে ৪৮ রান করে ফিরতে হয় সোমপালকে। ভাঙ্গে লামিচানের সাথে ৩৪ রানের গুরুত্বপূর্ণ এই জুটি। সোমপাল যাওয়ার পর পরের ব্যাটাররা আর তেমন কিছু করতে পারেননা। লামিচানে ১৭ বলে ৯ রান করে রানআউট হয়ে ফেরেন। ৪৮.২ ওভারে ২৩০ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস।

ভারতীয় বোলারদের পক্ষে, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ নিয়েছেন ৩ টি করে উইকেট। শার্দুল ঠাকুর, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামি পেয়েছেন ১ টি করে উইকেট।


ভোরের পাতা/কে 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com