বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কমিটি বাণিজ্যে: প্রকাশ্যে কচি-বজলুর বাগবিতণ্ডা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৪:৩৩ পিএম আপডেট: ২৯.০৮.২০২৩ ৫:২২ PM

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বাগবিতণ্ডায় জড়ান।

সোমবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ।

একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই কিছু বিষয়ে বজলুর রহমান এবং এস এম মান্নানের মধ্যে মতবিরোধ চলছিল। এরই জেরে গতকাল সংগঠনের বৈঠকে তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় এস এম মান্নান কচি রাগান্বিত হয়ে সভাপতির বিরুদ্ধে নানা বিষোদগার করেন। বৈঠক শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বিবদমান দুই নেতাকে নিয়ে কথা বলে তাঁদের শান্ত করেন।

আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভা সফল করার লক্ষ্যে গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিটের নেতা ও ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। 

সূত্র আরও জানায়, বৈঠকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য হাবিব হাসানকে বক্তব্য দিতে না দেওয়া নিয়ে উত্তেজনা শুরু হয়। পরে ওয়ার্ড পর্যায়ে দলাদলির বিষয়টিও ঝগড়ায় উঠে আসে।
 
সম্প্রতি উত্তরায় ওয়ার্ড কাউন্সিলর আফসার খানের একটি অনুষ্ঠানে যোগ দেন মহানগর সাধারণ সম্পাদক এস এম মান্নান। কিন্তু সেই অনুষ্ঠানে যাননি সভাপতি বজলুর রহমান। তিনি কেন যাননি সে বিষয়টি বৈঠকে রূঢ় ভাষায় জানতে চান এস এম মান্নান। এতে ক্ষুব্ধ হন বজলুর রহমান। তিনি কড়া ভাষায় উত্তর দিলে ঝগড়া বেধে যায়।

সূত্র মতে, বর্তমানে ঢাকা মহানগরে থানা ও ওয়ার্ডে আওয়ামী লীগের কোনো কমিটি নেই। এ কমিটি গঠনকে কেন্দ্র করে নগরের দুই শীর্ষস্থানীয় নেতার মধ্যে মতবিরোধ বেড়েছে।

জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আমি কচিকে বোঝানোর চেষ্টা করেছি, এখন কোন্দলের সময় নয়। মাত্র চার মাস পরে নির্বাচন। ফলে এখন নিজেদের ঐক্য ধরে রাখতে হবে। কিন্তু সে হয়তো বিষয়টি বুঝতে পারেনি।

ঝগড়ার বিষয়ে সংসদ সদস্য হাবিব হাসান বলেন, কিছুটা কথা-কাটাকাটি হয়েছে। কিন্তু এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করা ঠিক হবে না। 

এ বিষয়ে বক্তব্য জানার জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা ধরেননি।


ভোরের পাতা/কে 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com