
বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশ হয়ে উঠেছে বাংলাদেশ যার ফলে মানুষের গড় আয়ু আগের তুলনায় কমেছে। দূষিত বায়ুতে থাকার কারণে বছরে মানুষের গড় আয়ু ছয় বছর আট মাস কমে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা বায়ুদূষণ–বিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটিতে বায়ুদূষণের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের গড় আয়ু কী পরিমাণে কমছে তা তুলে ধরা হয়েছে। এতে দেখ যায় বায়ুদূষণের কারণে বিশ্বে গড় আয়ু দুই বছর চার মাস করে কমছে।
ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত সর্বশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুসারে, বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর একটি হলো এই দক্ষিণ এশিয়া। বিশ্বে বায়ুদূষণের কারণে যত মানুষের আয়ু কমেছে, তার অর্ধেকই এই অঞ্চলের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নেপালে।
প্রতিবেদন মতে, ১৯৯৮ সালের তুলনায় বাংলাদেশে বায়ুদূষণ ৬৩ শতাংশ বেড়েছে। ফলে গড় আয়ু দুই বছর আট মাস কমেছে। তবে এই হার ২০২০-২১ সালের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কমেছে।
প্রতিবেদন থেকে জানাযায়, গত এক যুগে বিশ্বে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীন সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছে। দূষণ রোধে তাদের নেওয়া পদক্ষেপ গুলো দেশটির বায়ুর মান ৪২ শতাংশে বেশি উন্নতি হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, দ্রুত শিল্পায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির হার এই অঞ্চলের বায়ুদূষণের পরিমাণকে বাড়িয়ে দিয়েছে। যার ফলে এই অঞ্চলের বায়ুমান অনেক নেমে গেছে। এই অঞ্চলে পার্টিকুলেট পলিউশন বা কণাদূষণ (বায়ুতে বিভিন্ন দূষক পদার্থের কণার উপস্থিতি) চলতি শতকের শুরুর দিকে যা ছিল তার চেয়ে ৫০ শতাংশ বেশি হয়েছে, যা এই অঞ্চলে সবচেয়ে বড় স্বাস্থ্যগত হুমকি তৈরি করেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০১৩ সালের পর বিশ্বে যে পরিমাণ বায়ুদূষণ বেড়েছে, তার ৫৯ শতাংশই হয়েছে ভারতে, যা দেশটির মানুষের প্রত্যাশিত আয়ুকে কমিয়ে দিয়েছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী নয়াদিল্লি। বায়ুদূষণের কারণে এই মেগা সিটির বাসিন্দাদের গড় প্রত্যাশিত আয়ু কমতে পারে ১০ বছরেরও বেশি।
বাংলাদেশে আয়ু কমার আশঙ্কা থাকলেও পাকিস্তানিদের আয়ু বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেপালিদের আয়ুও বাড়তে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে।
দেশে গ্রামের বায়ুর মান বড় শহরগুলোর তুলনায় ভাল। ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলোতে ৭ কোটি ৪৭ লাখ মানুষ বসবাস করে। এসব শহরের অধিবাসীদের গড় আয়ু সাত বছর ছয় মাস কমে যাচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে বায়ুর মান উন্নত করলে গড় আয়ু বাড়ানো যেতে পারে। ঢাকায় বায়ুর মান উন্নত করে গড় আয়ু আট বছর এক মাস বাড়ানো সম্ভব আর চট্টগ্রামে ৬ বছর ৯ মাস সঙ্গে পুরো দেশের গড় আয়ু বাড়তে পারে পাঁচ বছর আট মাস।
প্রতিবেদনটি বলছে, বিশ্বে সবচেয়ে বেশি গড় আয়ু কমছে হৃদ্রোগ ও ব্লাডপ্রেসার সমস্যার কারণে। এতে বাংলাদেশের একেক অধিবাসীর গড় আয়ু ছয় বছর আট মাস কমে যাচ্ছে। এর পরেই রয়েছে বায়ুদূষণ। ধূমপানের কারণে কমছে দুই বছর এক মাস, শিশু ও মাতৃত্বকালীন অপুষ্টিজনিত সমস্যার কারণে কমছে এক বছর চার মাস আয়ু।
ভোরের পাতা/কে