প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩, ১২:০৮ পিএম

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (২৮ জুন) সকালে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এক জনের নাম আল আমিন (১৫)। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। অপর ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহন নামের একটি যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আরও দুজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত অপর জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।