প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩, ৯:১০ পিএম

কুড়িগ্রামের উলিপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন এক অসহায় পরিবার। এ ঘটনায় গুরুত্বর আহত এক শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের মহাদেব গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মুনসুর আলীর সঙ্গে একই গ্রামের মোক্তারপাড়ার নুর মোহাম্মদ (৫৮), নুরনবী (৪৫), মিজানুর (৪০) গংদের সঙ্গে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান বলে জানায় ভুক্তভোগী পরিবার। গত ১৬ জুন (শুক্রবার) মুনসুর আলীর উপর হামলা চালায় নুর মোহাম্মদ গংরা। এ সময় হামলায় মুনসুর আলীর মেয়ে মনিষা এবং স্ত্রী লাইলী বেগম এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় শিশু মনিষার মাথায় ধারালো অস্ত্রের কোপ দেয় তারা। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও মুনসুর আলী ও তার স্ত্রী পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় মুনসুর আলী বাদী হয়ে গত ১৯ জুন ৮ জনকে আসামি করে থানায় মামলা করেন।
স্থানীয়রা জানান, মুনসুর আলীর সঙ্গে নুর মোহাম্মদদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। মুনসুর আলীসহ তার পরিবারকে নানান সময় তারা নির্যাতন চালায়। তবে এর একটা সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।