প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩, ৯:৩৭ পিএম

পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২০৮ পিস ইয়াবা ট্যাবলেট,৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৬ গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়ন্দা শাখা ডিবি পুলিশ।
শনিবার (১০জুন) সকাল সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের এস আই মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী থানাধীন চর দুলালবাড়ি এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইউসুফ আলী ফকির (৮৫) ও হাতেম আলীকে (৩৫)গ্রেফতার করে।
এর পুর্বে শুক্রবার রাতে ডিবি’র এসআই কমল সরকারের নেতৃত্বে জেলার নান্দাইল থানাধীন দেওয়ানগঞ্জ বাজার থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবু হানিফ (২০), সবুজ মিয়া (২১), গ্রেফতার করে।
এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী অমিত হাসান (২৫) ও মোছাঃ ডলি বেগম (৩৫), গ্রেফতার করে।
এ ছাড়াও আরেকটি পৃথক অভিযানে ডিবি’র এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনের নেতৃত্বে একদল পুলিশ জেলার নান্দাইল থানাধীন ঝালুয়া এলাকা থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বাবুলকে গ্রেফতার করে।
শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি সফিকুল ইসলাম জানান গ্রেফতারকৃত ৭ জন আসামির বিরুদ্ধে কোতোয়ালী ও নান্দাইল মডেল থানায় পৃথক ০৪টি মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।