প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৯:৩৯ পিএম আপডেট: ১২.০৫.২০২৩ ৯:৫০ PM

তিনটি পৃথক অভিযান পরিচালনা করে ১৩৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ জেলার ভালুকা মডেল থানাধীন হবিরবাড়ী এলাকা থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জলিল মিয়া (৩১), ফরহাদ হোসেন (২৭), ফুলচান মিয়া (৩৫)নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
একই দিন সন্দ্যা বেলায় এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একদল ডিবি পুলিশ কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজন মিয়া (৩৫)কে গ্রেফতার করে।
এছাড়াও বৃহস্পতিবার গভীর রাতে এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ জেলার ভালুকা থানাধীন ভরাডোবা এলাকা থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হেলিম মিয়াকে (৩০) গ্রেফতার করে।
শুক্রবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিকুল ইসলাস এ প্রতিবধককে এসব তথ্য নিশ্চিত করেছেন।