প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৬:২১ পিএম

নাশকতার অভিযোগে দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ সহ তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার ৭টার দিকে দেবহাটার খলিশাখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক রঘুনাথ খাঁ সাতক্ষীরা শহরের কাঠিয়া এলাকার মৃত মদনমোহন খান পুত্র এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা ৭১ পত্রিকা ও দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কর্মরত।
আটক অন্য ২জন হলেন, দেবহাটা উপজেলার ঢেবুখালী গ্রামের ফজর আলীর পুত্র রেজাউল ইসলাম এবং একই উপজেলার চালতেতলা এলাকার নওশের আলীর পুত্র লুৎফর রহমান।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, দেবহাটার খলিশাখালি এলাকায় ভূমি নামধারীদের সাথে যোগাসাজসে বোমা ফাটিয়ে নাশকতার পরিকল্পনা করছিল খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় দেবহাটা থানার উপ পরিদর্শক লালচাঁদ মিয়া বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
এদিকে, রঘুনাথ খাঁ’র স্ত্রী সুপ্রিয়া রানী খাঁ জানান, সংবাদ সংগ্রহ সংক্রান্ত বিষয়ে সোমবার সকালে সাংবাদিক রঘুনাথ খাঁ একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে দেবহাটার খলিশাখালী এলাকায় যান। সেখান থেকে ফিরে আসার পর সাতক্ষীরা শহরের ডে নাইট কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়।