প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১১:২৪ পিএম

ঢাকা মহানগর আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের কাছে আগামী ১০ তারিখে শুধু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে একটা সমাবেশ করার অনুমতি চাচ্ছি এবং আমরা চ্যালেঞ্জ দিতে চাই যে ওইদিন যদি আমরা ঢাকা দখল করতে না পারি তাহলে আমরা রাজনীতি ছেড়ে দিব। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি যেমন দেশ সেবায় নিয়োজিত হয়েছিলেন, তেমনি শেখ হাসিনার ডাকে বর্তমান যুবলীগ দেশ সেবা করবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৮৩তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার, ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
আতিয়ার রসুল কিটন বলেন, আওয়ামী যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী যেভাবে মিছিল নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেত হয়েছেন সেটা আসলেই দেখার মতো। সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশের আয়োজন করেছিল যুবলীগ। যুবলীগের সাবেক চেয়ারম্যান সেলিম ভাই কিন্তু একটা ভালো কথা বলেছিলেন যে, ছাগলের ৩/৪টা করে বাচ্চা হয়। দুধ খায় দুইজনে আর বাকিরা লাফায়। তো এখানে দুধ খাচ্ছে খালেদা ও তারেক জিয়া আর বাকিরা লাফাচ্ছে। এটা কিন্তু চমৎকার উদাহরণ দিয়েছেন তিনি। যুবলীগ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের অস্তিত্ব বহন করে। স্বাধীন বাঙালি জাতিসত্তার ইতিহাসে যা কিছু বড় অর্জন তার গর্বিত অংশীদার বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এ সমাবেশের মধ্যে দিয়ে সরকারবিরোধী দলগুলোকেও একটা সতর্কবার্তা দিয়েছে যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি যেমন দেশ সেবায় নিয়োজিত হয়েছিলেন, তেমনি শেখ হাসিনার ডাকে বর্তমান যুবলীগ দেশ সেবা করবে। রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামাত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। আমি বিশ্বাস করি যুবলীগের নেতা-কর্মীরা আজকের পর থেকে বিএনপি-জামাত ও তাদের দোসরদের যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলা করতে রাজপথে আরও সক্রিয় থাকবে।