প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৯ পিএম আপডেট: ২১.০৯.২০২২ ৪:২৫ PM

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলকিপার রুপনা চাকমার ঘর তৈরি করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলকিপার রুপনা চাকমার ঘর তৈরি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান জানান, আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানান। আমরা নির্দেশনা অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে রওনা হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো।
তিনি আরও জানান, আশাকরি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবো। আগামী এক মাসের মধ্যেই কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ২৩টি বল জড়িয়েছে বাংলাদেশ। বিপরীতে লাল সবুজের প্রতিনিধিরা শুধু ফাইনালে একটি গোল হজম করে। এটি সম্ভব হয়েছে গোলবারে অতন্দ্র প্রহরী হয়ে থাকা রূপনা চাকমার নৈপুণ্যতায়।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরে টুর্নামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে রূপনা জিতেছেন গোল্ডেন গ্লাভসও। তবে চীনের মহাপ্রাচীর হয়ে বাংলাদেশের গোলবারে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা রূপনার বাড়ি সামান্য দুর্যোগ সামলানোর ক্ষমতা নেই।
জরাজীর্ণ অবস্থাই ছোট্ট একটি ঘরে দুইটি কক্ষ। সেখানেই থাকেন তার মা কালাসোনা চাকমা। দোচাল ঘরের বেড়াও ভেঙে গেছে। সেই ঘরেই জ্বল জ্বল করছে রূপনার যত অর্জন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রশাসনের কর্তারা রূপনার বাড়িতে গেলে রূপনার মা নিজের মেয়ের এমন সাফল্যে অভাবের কষ্ট লুকিয়ে হেসেছিলেন গর্বের হাসি। দাবি জানিয়ে ছিলেন, যাতে সরকার তাদের ঘরটি করে দেয়। দাবির ২৪ ঘণ্টা না যেতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলো সুখবর।