বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ছাত্রদল নেতাদের তারেক রহমানের গালিগালাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ আগস্ট, ২০২২, ১২:৪১ AM

চলতি বছরের ১৭ এপ্রিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে ঘোষণা করা হয় পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি। ছাত্রদলের সেই আংশিক কমিটিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি দেয়া হলেও অচলাবস্থা কাটেনি ছাত্রদলের।

ছাত্রদলের মাধ্যমে দল চাঙা করার যে আকাঙ্ক্ষা দেখেছিলেন তারেক সেটি পূরণে ব্যর্থ হয় শ্রাবণ-জুয়েল। আংশিক কমিটি গঠনের পর প্রায় ৫ মাস অতিবাহিত হওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারায় ছাত্রদলের পারফরম্যান্সে বিএনপি হাইকমান্ড কিছুটা নারাজ। ফলে শ্রাবণ-জুয়েলে ক্ষুব্ধ হয়ে লন্ডন থেকে স্কাইপে তাদের গালাগালি করেন তারেক রহমান। পাশাপাশি রাজপথ দখলে ব্যর্থ হওয়ায় তাদের অবজ্ঞাসূচক তিরস্কার করেন তিনি।

লন্ডনে তারেক ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক তারেকের একজন পরামর্শক সাংবাদিকদের বলেন, বিএনপি কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে বিএনপির সামনের সারির নেতারা। ফলে বিএনপির অবস্থাও সুবিধাজনক নয়। নিজেদের পুরোনোরূপে ফিরে পাবার চেষ্টা করলেও ত্যাজ দেখাতে পারছেন না নেতারা।

এঅবস্থায় তারেক রহমানের  ভরসা ছিল ছাত্রদলের উপর। কিন্তু, আংশিক কমিটি দেবার পর অর্ধ বছর কেটে গেলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি ছাত্রদল। রাজপথ দখল করার চেষ্টাও তাদের মাঝে দেখা যায়নি। একারণে ছাত্রদলের উপর বেশ নারাজ উনি।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠনের কাজ সমাপ্ত করার জন্য ছাত্রদল নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে লন্ডন থেকে। এবার যদি ছাত্রদল ঘুরে দাঁড়াতে না পারে তবে বিএনপির আশা ভরসার বাতি নিভে যাবে।

তবে কবে নাগাদ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হতে পারে সে বিষয়ে ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ নিশ্চয়তামূলক কোনো বার্তা দিতে পারেননি। তবে তার দাবি, আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হতে পারে।

এদিকে ছাত্রদলের অন্য একটি অংশ জানিয়েছে, তৃণমূল কর্মীদের কেন্দ্রীয় কমিটিতে পদায়নের জন্য মোটা অঙ্কের চাঁদা নেয়া হচ্ছে। এবং সেটি লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো হচ্ছে। একই পদের জন্য একাধিক প্রার্থী থাকায় চাঁদা আসছে মোট পদপ্রার্থীর তিন গুণ। চাঁদার ৮০ভাগই তারেক রহমান দাবি করায় কমিটি গঠন করতে দেরি হচ্ছে। আশা করি ২ মাসের মধ্যেই কমিটি হয়ে যাবে। বাকিটা দেখা যাক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com