শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
করোনার খাওয়ার ওষুধ বাজারজাত শুরু: স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৮:০৩ পিএম

করোনাভাইরাসের টিকার পাশাপাশি আজ থেকে দেশে করোনায় আক্রান্তদের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দুটি ওষুধ (নিরমাট্রেলভির-Nirmatrelvir ও রিটোনেভির-Ritonavir) বাজারজাত শুরু হয়েছে। এ ওষুধ ৮৮ শতাংশ কার্যকর বলে জানা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের হিজুলী ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা ক্ষেত্রে ৫০ শতাংশ ও আজীবন সদস্যদের জন্য ২০ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব পাস হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার থেকে দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্মাট্রেলভির এবং রেটিনোভির ট্যাবলেট বাজারজাত শুরু হয়েছে। এই ওষুধ ভ্যাকসিনের বিকল্প নয়। ভ্যাকসিনের কাজ ভ্যাকিসিন করবে এবং ভ্যাকসিন নিতে হবে।

‘ভ্যাকসিন নেবেন, যারা করোনায় আক্রান্ত হননি তারা, আর এই ওষুধ খাবেন, যারা আক্রান্ত হয়েছেন।কিন্তু যারা আক্রান্ত হননি, তারা এই ওষুধ খেতে পারবেন না।’

তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্মাট্রেলভির এবং রেটিনোভির ট্যাবলেটটি ৮৮ ভাগ কার্যকর হবে। তবে ১২ বছরের ওপরে যারা মৃদু আর মাঝারি ভবে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের জন্য এই ওষুধ উপযোগী। এই ওষুধের ফলে হাসপাতালে রোগী ভর্তি প্রয়োজনীতা ৮৮ ভাগ কবে যাবে এবং মৃত্যুর হারও কমে যাবে।

ওষুধের দামের বিষয়ে মন্ত্রী বলেন, এই ট্যাবলেটের একটি ডোজের মূল্য তিন হাজার ২০০ টাকা এবং একটি ডোজে তিনটি ওষুধ থাকবে। এটা প্রতিদিন খেতে হবে এবং একটানা পাঁচদিন খেতে হবে। অর্থাৎ একজন রোগীকে ৩০টি ট্যাবলেট খেতে হবে। যার দাম হবে ১৬ হাজার টাকা।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে করোনার যে চিকিৎসা বা ওষুধ বের হয় আমরা তাড়াতাড়ি সেই ওষুধটি আমাদের বেশে নিয়ে আসি। মাত্র এক সপ্তাহে আগে আমেরিকাতে এই ওষুধ বের হয়েছে এবং মাত্র দশ দিনের মাথায় আমরা সেটি আমাদের দেশে বাজারজাত করতে পারছি। এটাও আমাদের জন্য বিরাট সুখবর দেশবাসির জন্য।



ভোরের পাতা/কে 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com