প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১০:৪২ পিএম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি বিশ্বের ইতিহাসে এক বিরল রেকর্ড সৃষ্টি করবেন। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে যেসব রাষ্ট্রনায়ক বিশ্ব নেতৃত্বেও গৌরবের অধিকারী হয়েছেন, তাদের অন্যতম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে শরীয়তপুরের সখিপুরের চরভাগাস্থ উপমন্ত্রীর নিজ বাড়িতে সদ্য অনুষ্ঠিত সখিপুর থানার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র করে ক্ষমতায় আসা যাবে না, ক্ষমতায় আসতে হলে জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসতে হবে, নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বোমাবাজি করে মানুষ হত্যা কোনো কিছুর ইশারায় ক্ষমতায় আসার সুযোগ আর নাই। আপনারা ক্ষমতায় থাকতে দুঃশাসন কায়েম করেছিলেন, তা এদেশের জনগণ ভুলে নাই। যতই ষড়যন্ত্র করেন, কোনো লাভ হবে না।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরভাগা ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, চরসেনসাস ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা, চরকুমারিয়া ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যা, সখিপুর ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, দক্ষিণ তারাবুনিয়া ইউপির চেয়ারম্যান শাহজালাল মাল, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, ডিএমখালী ইউপির চেয়ারম্যান মাহসিন হক আবু বেপারী, উত্তর তারাবুনিয়া ইউপির চেয়ারম্যান ইউনুস মোল্যা, আরশিনগর ইউপির চেয়ারম্যান মাহবুব আলম সরদার প্রমুখ।