বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত বাংলাদেশ: মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার
প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১১:১৯ পিএম

আজকে আমরা কয়েকদিক থেকে বিবেচনা করে বলতেই পারি যে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে বাংলাদেশ এবং এটা যখন হয় তখন কিন্তু সেই রাষ্ট্রের জনগণ বিশ্বের যেখানেই থাকুক না কেন তাদের মর্যাদা বাড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম, দৃঢ় মানসিকতা, দূরদর্শিতা ও মানবিক গুণাবলী তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। সমৃদ্ধ বাংলাদেশের রূপকার, বিশ্বের অনগ্রসর দেশ ও জাতির আদর্শ শেখ হাসিনা আজ দক্ষ নেতৃত্বের রোল মডেল।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫৬৬তম পর্বে সোমবার (২৭ ডিসেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও লেখক মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান বলতে যদি কিছু বলতে যাই তাহলে আমাকে প্রথমে আমাদের প্রতিবেশ দেশ নিয়ে আগে কথা বলতে হবে, কারণ একটি দেশ সম্বন্ধে সব থেকে ভালো বলতে পারবে তার প্রতিবেশি দেশগুলো। এই জায়গা থেকে আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই যে আমাদের বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করলাম সেখানে আমাদের প্রতিবেশি বন্ধু দেশ ভারত কিন্তু এবার বাংলাদেশে সুবর্ণজয়ন্তী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পালন করেছে। বাংলাদেশের বিজয় উৎসব তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে পালন করেছে। আমার সৌভাগ্য হয়েছে দিল্লির একটি অনুষ্ঠানে আমাদের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। আমি সেখানে উপস্থিত ছিলাম। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যখন আরেকটি দেশে আমাদের দেশের বিজয় দিবস এভাবে উৎযাপন করছে সেখানে সেই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘বাংলাদেশে বিজয় উৎসব’। বাংলাদেশের বিজয় উৎসব পালন করছে আরেকটি দেশ; আমার মনে হয় পৃথিবীর এমন কম উদাহরণই আছে যে একটি দেশে বিজয় দিবস বা বিজয় উৎসব অন্য দেশ এতো সুন্দর করে রাষ্ট্রীয়ভাবে পালন করে। যে সংগ্রাম করে বাংলাদেশ একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধ করেছিল সেখানে প্রতিবেশি দেশ হিসেবে ভারত যেভাবে আমাদের পাশে থেকে সাহায্য করেছিল তা আসলে অনস্বীকার্য। আজকে আমরা কয়েকদিক থেকে বিবেচনা করে বলতেই পারি যে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে বাংলাদেশ এবং এটা যখন হয় তখন কিন্তু সেই রাষ্ট্রের জনগণ বিশ্বের যেখানেই থাকুক না কেন তাদের মর্যাদা বাড়ে।