প্রকাশ: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৪:২৬ পিএম আপডেট: ২৪.১২.২০২১ ৮:৫৮ PM

এভাবে দ্বিতীয় ঘটনা আর বাংলাশেদে ঘটেনি মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, একটি লঞ্চে আগুন লেগে পুরো লঞ্চ ভস্মীভূত হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটা এখনই বলতে পারছি না।
তিনি বলেন, লঞ্চের ব্যবসা কারা করে আপনারা সবাই জানেন, শেখ হাসিনার পরিবার লঞ্চের ব্যবসা করে না।
খালিদ মাহমুদ বলেন, লঞ্চে আমাদের হিসাব মতে ৩৫০ এর মতো যাত্রী ছিল। তবে এর বেশি থাকলে তদন্ত করে দেখা হবে। তাছাড়া লঞ্চের ফিটনেস ঠিক আছে বলে জানতে পেরেছি। মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা দুর্ঘটনায় নিহত সকলের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছি।
ভোরের পাতা/কে