প্রকাশ: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৭:৪৭ পিএম

বৃহস্প্রতিবার ও শুক্রবার গত ২দিন ময়মনসিংহ কোতোয়ালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫চোরসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
একইসাথে চোরি হওয়া ট্রাক ও মোটরসাইকেল উদ্ধারসহ তোফায়েল(২২), আমিনুল (২০),কবির(২০), সিরাতাল মোস্তাকিম (২৫)নাইম সরকার (২২)নামের ৫ চোরকেও গ্রেফতার করে।
এসব পৃথক অভিযানের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ফারুক হোসেন,এস আই রাশেদুল ইসলাম,এস আই টিটু,এস আই মেহেদী হাসান, এস আই অসীম কুমার দাস,এস আই আশিকুল ও এস আই সুজন চন্দ্র সাহা।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।