প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৯:৩২ পিএম আপডেট: ১৬.১২.২০২১ ৯:৩৪ PM

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক - সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেন।
ভোর হতে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামীলীগ, সিংগাইর সরকারি কলেজ, সিংগাইর প্রেসক্লাব ও পৌর-সভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পন করা হয়। অপরদিকে বিএনপি বিজয় দিবসে পুষ্পার্ঘ না দিয়ে খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিজয় র্যালী বের করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ কুচ-কাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের দেয়া হয় সংবর্ধনা। সেই সাথে সরকারি হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।