প্রকাশ: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৩:০২ পিএম আপডেট: ১৪.১২.২০২১ ৩:১৩ PM

চট্টগ্রামের বাঁশখালীর হাতি হত্যার দায়ে দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী আমলি আদালতের বিচারক মো. মাইদনুল ইসলাম এ নির্দেশ দেন। দেশে প্রথম হাতি হত্যার দায়ে এ দুইজনকে কারাগারে পাঠানো হলো।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাঁশখালীর সহকারি জজ আদালতের বিচারক মো. মাঈনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর ) চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো. শফিকুল ইসলাম বলেন, গত ৩০ নভেম্বর বাঁশখালীতে লটমনি পাহাড়ি এলাকায় বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে একটি হাতি হত্যা করা হয়। পরে আসামি কামাল ও নেজাম হাতিকে মাটিচাপা দেন। এই ঘটনায় বাঁশখালী সাধনপুরের বিট কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে তিন জনকে আসামি করে বাঁশখালী আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলার আসামি হলেন কামাল ও নেজাম। বাঁশখালীর আমলি আদালত প্রথম ও দ্বিতীয় আসামি বাবা কামাল ও ছেলে নেজাম হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরও বলেন, আমার জানামতে হাতি হত্যার ঘটনায় এই প্রথম দেশের কোনো আসামি কারাগারে গেলেন।
গত এক মাসে সাতকানিয়া, চকরিয়া, ঈদগাহ ও বাঁশখালীতে বিভিন্ন কারণে ৫টি হাতির মৃত্যু হয়েছে। শুধু বাঁশখালীতেই ১৯ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু হয়েছে।
ভোরের পাতা/কে