প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৬:৫৮ পিএম আপডেট: ০৯.১২.২০২১ ৭:২৫ PM

“আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন”, এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার সাভারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালন করা হয়।
এ উপলক্ষে বৃহষ্পতিবার গেন্ডায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানব বন্ধন কর্মসূচী পালন করে সাভার উপজেলা প্রশাসন, সাভার নাগরিক কমিটি, সাভার পৌরসভা, সনাক, টিআইবিসহ বিভিন্ন সংগঠন। পরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের সাথে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করেন সকলে।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ রফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন নঈম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, টিআইবি কেন্দ্রীয় কমিটির সমন্ধয়ক আতিকুর রহমান, সাভার দুর্নীতি দমন কমিটির সভাপতি শওকত আলী প্রমুখ।
সাভার উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক, টিআইবি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। রাতে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।