শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সুনামগঞ্জ সদরের সব ইউপিতেই নৌকার ভরাডুবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৭:৩৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জ সদরের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সব কয়টিতে আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছেন। এদিকে সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জের মোট ১৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন মাত্র ২ টিতে। এছাড়া বিএনপির নেতারা স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন ৬ টিতে। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’রা ৫ টিতে ও জাতীয় পাটির (জাপা) প্রার্থীরা ২ টিতে জয়ী হয়েছেন।

এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউপির সব কটিতে নৌকার প্রার্থীদের পরাজয়ের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের ভেতরে-বাইরে আলোচনা চলছে। একই সঙ্গে আলোচনায় আছে জাপা। সদরের দুটি ইউপিতে দলটির প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি সাতটির মধ্যে চারটিতে জাপা প্রার্থীরা ভোট পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন। দুটিতে জাপার প্রার্থীরা হেরেছেন সামান্য ভোটের ব্যবধানে। সে তুলনায় নৌকার প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে থাকা বিএনপি, জাপা ও দলের বিদ্রোহী প্রার্থীদের চেয়ে অনেক পিছিয়ে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আটটি ইউপির মধ্যে দুটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। তিনটিতে জয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরা। দুটিতে স্বতন্ত্র হিসেবে বিএনপির নেতারা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদিকে দলীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদরে আওয়ামী লীগের প্রার্থীরা ত্রিমুখী চাপে ছিলেন। গত নির্বাচনে দুটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছিলেন। এখানে এবার দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে বিএনপির লোকজন স্বতন্ত্র হিসেবে প্রার্থী ছিলেন। আবার ৯টির মধ্যে ৮টিতেই প্রার্থী দেয় জাপা। 

সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) গত দুই মেয়াদে জাপা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি জাতীয় সংসদেও বিরোধীদলীয় হুইপ। এ সময়কালে তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করেছে জাপা।

এদিকে নিজেদের প্রার্থীদের জয়ী করতে নির্বাচনের আগে সদরের দুটি ইউপিতে দলের বিদ্রোহী চার নেতাকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এরপরও বিভিন্ন ইউপিতে বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যান।

অন্যদিকে নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, সুনামগঞ্জ সদরের সুরমা ইউপিতে জয়ী হন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আমির হোসেন। তিনি এই ইউপির সাবেক চেয়ারম্যান ও দলের সদর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য ছিলেন। তাঁকে নির্বাচনের আগে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার সিরাজুল ইসলাম। তৃতীয় স্থানে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী। নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সাত্তার হয়েছেন ৪ নম্বর।

এছাড়া লক্ষণশ্রী ইউপিতে জয়ী হয়েছেন বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াদুদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার আবদুল মান্নান। তৃতীয় অবস্থানে নৌকা প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান।

এদিকে কাঠইর ইউপিতে জয়ী হয়েছেন জমিয়তে উলামে ইসলামের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শামসুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী ফারুক মেনর, মাত্র ৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন আওয়ামী লীগের আরও দুই বিদ্রোহী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বুরহান উদ্দিন আছেন ৫ নম্বরে।

মোহনপুর ইউপিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মঈন উল হক। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সীতেশ রঞ্জন তালুকদার ১৪২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এই ইউপিতে তৃতীয় স্থানে আছেন বর্তমান চেয়ারম্যান জাপার প্রার্থী নুরুল হক।

জাহাঙ্গীরনগর ইউপিতে জয়ী হয়েছেন জাপার প্রার্থী রসিদ আহম্মেদ। এখানে নৌকার প্রাথী বীর মুক্তিযোদ্ধা মুকসেদ আলী আছেন তৃতীয় অবস্থানে।

রঙ্গারচর ইউপিতে জয়ী হয়েছেন বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আবদুল হাই। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার ফয়জুর রহমান। তৃতীয় অবস্থানে আছেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ।

কুরবান নগর ইউপিতে জয়ী হয়েছেন আবুল বরকত। তিনি গত নির্বাচনে ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামস উদ্দিন তাঁর চেয়ে ১৩১ ভোট কম পেয়েছেন।

গৌরারং ইউপিতে জয়ী হয়েছেন জাপার মো. শওকত আলী। এখানে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা বিএনপির দুজন। চতুর্থ অবস্থানে আছেন আওয়ামী লীগ মনোনীত ছালমা আক্তার চৌধুরী।

মোল্লাপাড়া ইউপিতে জয়ী হয়েছেন বিএনপির বর্তমান চেয়ারম্যান নুরুল হক। এখানে দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুছ সালাম। তৃতীয় স্থানে আছেন জাপার প্রার্থী শামীম আহমদে। ভোটের হিসাবে পঞ্চম অবস্থানে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন।

এদিকে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিমপাগালা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জগলুল হায়দার জয়ী হয়েছেন। পূর্ব বীরগাঁও ইউপিতে আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম, জয়কলস ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল বাছিত ওরফে সুজন, পাথারিয়া ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহিনুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপিতে স্বতন্ত্র হিসেবে বিএনপির লুৎফুর রহমান জায়গীরদার, দরগাপাশা ইউপিতে বিএনপির সুফি মিয়া ও পূর্ব পাগলা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মাসুক মিয়া নির্বাচিত হয়েছেন।

এদিকে সুনামগঞ্জ সদরে দলীয় প্রার্থীদের হারের বিষয়ে আওয়ামী লীগের জেলা কমিটির এক জ্যেষ্ঠ নেতা বলেন, প্রার্থী মনোনয়নে অনেক ইউপিতে ভুল আছে। আবার বিদ্রোহীদের পাশাপাশি দলের নেতাদের দ্বন্দ্ব পরাজয়ে ভূমিকা রেখেছে। 

দেখা গেছে, প্রার্থী কোনো নেতার ঘনিষ্ঠ হলে দলে থাকা ওই নেতার বিরোধীপক্ষ প্রার্থীকে কোনো সহযোগিতা করেনি; বরং উল্টো কাজ করেছে। 

এদিকে জেলার নেতাদের শুধু দোষ দিলে হবে না জানিয়ে তিনি বলেন, অনেক কিছুই আমাদের হাতে নেই। তৃণমূল থেকে নাম দিয়েও কোনো কাজ হয় না। কেন্দ্রে নাম দেওয়া হয়নি, দলের সঙ্গে যোগাযোগ নেই, এমন লোকজনও দলীয় মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বলেছেন, একটি জেলার রাজনীতির কেন্দ্র হচ্ছে জেলা সদর। কিন্তু এখানে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের এমপি নেই। দীর্ঘদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বিএনপির। এ অবস্থায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পৃক্ততা নেই। তৃণমূলের কর্মী-সমর্থকেরাও দলের প্রতি বিমুখ। দল একজনকে মনোনয়ন দিলেও বিদ্রোহী থাকেন একাধিক-এমন নানা কারণে সদর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীদের বিপর্যয় ঘটেছে।



ভোরের পাতা/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  সুনামগঞ্জ   ইউপি   নির্বাচন   নৌকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com