প্রকাশ: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১১:৫৩ AM আপডেট: ১৫.১১.২০২১ ১২:০৫ PM
ফাইল ছবি
বাংলাদেশে শীত মৌসুম চলে এসেছে। ঢাকায় শীতভাব ততটা অনুভূত না হলেও, গ্রামীণ অঞ্চলগুলোতে এখন বেশ ঠান্ডা। শীতকালে আমাদের দেহে নানা রকম রোগবালাই দেখা দেয়। ঠাণ্ডা, জ্বর, কাশি, সর্দি, গলাব্যথা ইত্যাদি সমস্যা শীতে লেগেই থাকে। কারণ শীতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের তুলনায় খানিক কমে যায়।
ফলে শরীরে ভিটামিন সি, ফাইবার ইত্যাদি প্রয়োজনীয় কিছু উপাদানের জোগান দিতে শীতকালে বেশি করে খেতে হবে টক জাতীয় ফল। যে ফলগুলো শীতকালে খাওয়া উচিৎ-
পেয়ারা
ভিটামিন এ ও বি কমপ্লেক্স সমৃদ্ধ পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চোখের জন্যেও উপকারী পেয়ারা।
জলপাই
জলপাইতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও সি। বাতের ব্যথা, হাঁপানি উপশমে জলপাই দারুণ কার্যকরী।