শেখ হাসিনার নেতৃত্বের গুণাবলী আজ বিশ্ব স্বীকৃত: মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার
প্রকাশ: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ১১:২৩ পিএম

বিশ্বের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে জলবায়ু পরিবর্তন। সেই জায়গাটাকে যদি আমি আরও বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশের মতো একটি দেশ যা কিনা কেবল উন্নয়নশীল দেশে কাতারে উঠেছে। সেই দেশের প্রধানমন্ত্রী আজকে বিশ্বের যেটা সবচেয়ে বড় হুমকি সেই জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু আজ বিশ্ব স্বীকৃত। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আমাদের গর্বে বুক ভরে যায় আজ তাকে নিয়ে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৫২৩তম পর্বে রোববার (১৪ নভেম্বর) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও লেখক মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের কোঅর্ডিনেটর বজলুর রশীদ বুলু, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
মে. জে. (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, সরকারের দায়িত্বে থাকা এবং নেতৃত্ব দেওয়া কিন্তু দুটি আলাদা আলাদা বিষয়। অনেক সরকারপ্রধান বা রাষ্ট্রপতি বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশেই আমরা দেখেছি যে যারা এই সকল দায়িত্বে থাকেন কিন্তু নেতৃত্বের যে একটা সিঁড়ি থাকে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেন না। সেই উঁচু যায়গায় পৌঁছানোর যোগ্যতাও সবার থাকে না। এই সর্বোচ্চ জায়গায় যিনি পৌঁছান তিনি হয়ে যান রাষ্ট্রনায়ক। আজকে যদি আমরা দেখি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে জায়গাতে পৌঁছেছেন এবং যে উচ্চতায় তিনি উঠেছেন তার যদি আমি একটা নির্মোহ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের যে ১৭ কোটি মানুষের দেশ, যে দেশ পরিচয় হতো বিভিন্ন সমস্যা সংকুল একটি দেশ হিসেবে। সেই দেশে গত ১২ বছর ধরে একটানা শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব অঙ্গনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুটি। একটি হলও জলবায়ু চ্যালেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন। বিশ্বের অস্তিত্বের জন্য সবচে বড় হুমকি হচ্ছে এই জলবায়ু পরিবর্তন। সেই জায়গাকে যদি আমি আরও বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশের মতো একটি দেশ যা কিনা কেবল উন্নয়নশীল দেশে কাতারে উঠেছে সেই দেশের প্রধানমন্ত্রী আজকে বিশ্বের যেটা সবচেয়ে বড় হুমকি সেই জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় যে ভূমিকা রেখেছেন, সেটা কিন্তু আজ বিশ্ব স্বীকৃত। এই জলবায়ু পরিবর্তনের ফলে যে সব দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে সেই সব দেশের নেতারা সম্মলিতভাবে শেখ হাসিনাকে নেতৃত্বের আসনে বসিয়েছেন।