জানা গেছে, শাকিবের প্রযোজনায় নির্মিতব্য ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফও এতে যুক্ত আছেন। তবে নতুন ছবি নিয়ে সবাই মুখ খুলতে নারাজ।
এসময় সংবাদ সম্মেলনে শাকিবের পরিচালকসহ অন্যান্যরাও তার পাশে থাকবেন।
এদিকে নতুন ছবি সম্পর্কে জানা যায়, শুটিংয়ের অংশ বিশেষ হবে লস অ্যাঞ্জেলেসের হলিউডে। বাংলা ভাষায় তৈরি এ ছবির প্রযোজকও একাধিক।
এই বিষয়টি নিয়ে হিমেল আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক ‘প্রিয়তমা’র ঘোষণা দিয়েই যে বিপদে আছি, আর নতুন করে কিছু বলতে চাই না। আগামী সপ্তাহে দেশে ফিরবো। তখন নতুন-পুরনো সব আপডেট দেবো।
উল্লেখ্য, শাকিব এবারই প্রথম যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এর আগে একাধিকবার দেশটির ভিসার জন্য আবেদন করলেও সাড়া পাননি। অবশেষে বাইডেনের দেশে পা রাখলেন তিনি।
ভোরের পাতা/অ