প্রকাশ: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৪:১০ পিএম আপডেট: ১২.১১.২০২১ ৪:১৫ PM

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের আসাদুল মিয়া (১৫), রাকিব হোসেন (১৬) ও চিতলিয়া পাড়া গ্রামের মকবুল হোসেন (১৬)।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে তারা তিন বন্ধু উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনে আসে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি বিদ্যালয়ের দেয়ালে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।