সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশে প্রথমবারের মতো মাল্টি-মোডাল আইসিডি নির্মাণ করছে সাইফ পাওয়ারটেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ১:১১ AM আপডেট: ০৪.১১.২০২১ ১:১৯ এএম

দেশে প্রথমবারের মতো সড়ক ও রেলপথ সংযুক্ত মাল্টি-মোডাল ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) নির্মাণ করতে যাচ্ছে সাইফ পাওয়ারটেক লিমিটেডে। চট্টগ্রামের হালিশহরে রেলওয়ের ২১ একর জায়গায় প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেড। এটি চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। আগামী ২ বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। বছরে প্রায় ৪ লাখ টিইইউস (টুয়েন্টি ফুট ইক্যুয়েভেলেন্ট ইউনিট) হ্যান্ডলিং হবে। এতে সড়ক ও রেলপথে দ্রুততম সময়ে পণ্য পরিবহন সম্ভব হবে। ফলে আমদানি-রপ্তানিকারকদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে বর্তমানে সড়ক ও রেল সংযোগ আছে এমন কোনো আইসিডি নেই। ফলে মাল্টি-মোডাল টার্মিনালটি নির্মাণের মধ্য দিয়ে নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের পর এটি মাইলস্টোন হয়ে থাকবে।   

জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে গত ১৯ অক্টোবর কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স লিমিটেড। সাইফ লজিস্টিকসের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল সাইফ এবং সিসিবিএলের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। ওই অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাইফ লজিস্টিকসের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন ও কন্টেইনার কোম্পানির চেয়ারম্যান রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা উপস্থিত ছিলেন।

চুক্তির শর্ত অনুযায়ী, সাইফ পাওয়ারটেক আইসিডি নির্মাণ, পরিচালনা ও ফি আদায়সহ সব ধরনের কার্যক্রম পরিচালনা করবে। আইসিডি পরিচালনা করে যে লাভ হবে তার ২১ দশমিক ৫০ শতাংশ সিসিবিএলকে দেবে সাইফ পাওয়ারটেক। ২০ বছর পর সম্পূর্ণ চালু অবস্থায় আইসিডি সিসিবিএলের কাছে হস্তান্তর করবে সাইফ পাওয়ারটেক। এরপর পুনরায় টেন্ডারের মাধ্যমে পরিচালনাকারী সংস্থা নির্ধারণ করা হবে।

জানা গেছে, ১৯৭৪ চট্টগ্রাম বন্দরে কন্টেইনারে পণ্য পরিবহন শুরু হয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সী ফারার্স লিমিটেড দেশের প্রথম আইসিডি। বর্তমানে সেটি বিলুপ্ত। ১৯৮৮ সালে ওশান কন্টেইনারস লিমিটেড (বর্তমানে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড-উত্তর) দ্বিতীয় এবং তৃতীয় আইসিডি হিসেবে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় শফি মোটরস লিমিটেড। ১৯৮৫ থেকে ১৯৯৮ পর্যন্ত আইসিডিগুলো কেবল খালি কন্টেইনার পরিচালনা, বন্দর ইয়ার্ড থেকে খালি কন্টেইনার সরানো এবং সংরক্ষণের কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। ১৯৯৯ সাল থেকে রপ্তানি পণ্য আইসিডি থেকে জাহাজীকরণ শুরু হয়। ২০০৬ সালে কিছু নির্বাচিত আইসিডি থেকে ৯ ধরনের আমদানি পণ্য খালাসের অনুমোদন দেয়।

২০১০ সাল থেকে ধান, গম, ছোলা-মটর, মসুর ডাল, সরিষা, পশুখাদ্য, কাঁচা তুলা, সার, পেঁয়াজ, রসুন, আদা, হার্ড কোক, মার্বেল ও সিপসসহ ৩৮ ধরনের আমদানি পণ্য ডিপো থেকে খালাস হচ্ছে। এ ছাড়া শতভাগ রপ্তানি পণ্য বেসরকারি ডিপো থেকে জাহাজে পাঠানো হচ্ছে। বর্তমানে ১৯টি বেসরকারি ডিপো আমদানি-রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ের কাজ করছে। এসব ডিপোতে ৭৮ হাজার ৭০০ টিইইউস কন্টেইনার রাখার জায়গা রয়েছে। এসব ডিপোতে কেবল সড়ক পথে পণ্য আনা-নেওয়া হয়।

আরও জানা গেছে, দাতা সংস্থার পরামর্শে রেলপথে কন্টেইনার পরিবহন বাড়াতে ২০১৬ সালে ‘কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ’ নামে একটি স্বতন্ত্র কোম্পানি গঠন করে রেলপথ মন্ত্রণালয়। চট্টগ্রামে আইসিডি নির্মাণের জন্য ২১ দশমিক ২৯ একর জায়গা বরাদ্দ দেয় রেলওয়ে। ওই জায়গায় আইসিডি নির্মাণের জন্য চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মাসে দরপত্র আহ্বান করে। ১৪টি প্রতিষ্ঠান শিডিউল ক্রয় করলেও অভিজ্ঞতা না থাকায় ১৩টি প্রতিষ্ঠান জমা দেয়নি। সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি এবং পানগাঁও টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং করছে। ঢাকা কমলাপুর রেলওয়ে আইসিডি এবং পায়রা বন্দর ও মোংলা বন্দরেও কাজ করছে। চট্টগ্রাম বন্দরের প্রায় ৫৭ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং করে প্রতিষ্ঠানটি। ফলে টেন্ডারে সাইফ পাওয়ারটেক নির্বাচিত হয়।

সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন বলেন, ‘সাইফ লজিস্টিকস নকশা তৈরি করে আইসিডি নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। আমরা আয়ের ভাগ পাবো। ২০ বছর পর সম্পূর্ণ চালু অবস্থায় আমাদের বুঝিয়ে দেবে। আমরা এ ধরনের আরও আইসিডি নির্মাণের পরিকল্পনা করছি।’

এ বিষয়ে সাইফ লজিস্টিকসের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘আইসিডিতে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার হবে। রেল মাউন্টেড গ্যান্ট্রি ক্রেন দিয়ে বেশিরভাগ কাজ হবে। ফলে পণ্য পরিবহনে সক্ষমতা অনেক বেড়ে যাবে। ব্যবসায়ীরা কম খরচে দ্রত সময়ে পণ্য পরিবহন করতে পারবে। বন্দরের সমক্ষতা বাড়াতে এই টার্মিনাল বড় অবদান রাখবে। চট্টগ্রাম বন্দরের রাইট আর্ম এই মাল্টি মোডাল টার্মিনাল নির্মাণের দিয়ে ব্যবসায় নতুন দিগন্তের সূচনা হবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com