প্রকাশ: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১১:৩৯ AM

হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করলো নার্স। এমন ঘটনাই ঘটেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেটে।
মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ছয়টার দিকে নবজাতককে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রায়হান চৌধুরী।
তিনি বলেন, একজন নার্স ওই নবজাতককে টয়লেটে দেখতে পেয়ে নিয়ে আসেন। পরে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটির বাবা-মায়ের পরিচয় পাওয়া যায়নি। যদি তার কোনো স্বজন না পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ভোরের পাতা/অ