রেখা খাতুন উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় অনেকেই দেখার জন্য হাসপাতালে ভীড় করছেন বলে জানাগেছে।
তিন সন্তান ও মা ভালো আছে বলে জানিয়েছেন মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন। তিনি বলেন, এই প্রথম তার হাসপাতালে এক সঙ্গে তিন শিশু জন্ম গ্রহণ করলো। মা ও শিশু সবাই সুস্থ আছেন।
নবজাতক তিনটির বাবা সাগর ইসলাম বলেন, আজ বিকেলে তার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে নিকটস্থ মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করি।পরে সন্ধ্যার দিকে অপারেশনের মাধ্যমে ২ ছেলে ও ১ কন্যা সন্তান একসঙ্গে প্রসব করে। তিনি মহান আল্লাহপাকের কাছে লাখোকোটি শুকরিয়া আদায় করে বলেন, মা ও সন্তানদের সুস্থ রাখার জন্য আমি খুবই খুশি।
ভোরের পাতা/কে