প্রকাশ: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪২ পিএম আপডেট: ২৮.০৯.২০২১ ১২:৫১ PM

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা যান।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫২ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন।
এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবার জেলায় করোনা শনাক্ত ও পরিস্থিতির খবর ডিসি কার্যালয় ও সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়নি।
ভোরের পাতা/অ